Dhaka North City Corporation (DNCC) Mayor Atiqul Islam Friday said that the target is to make Dhaka city an inclusive one where everybody can enjoy their rights. The interpersonal connectivity and relationship among neighbours will improve through community parties and gatherings with a combined display of culture, heritage, tradition and games, which is missing in today's daily life, the mayor added. He was delivering inaugural speech of the Para Utshob at Gulshan in the city as the chief guest.

Prime Minister's Private Industry and Investment Adviser Salman F Rahman and US Ambassador to Bangladesh Earl R Miller were also present on the occasion. Gulshan Society and DNCC jointly organised the neighborhood event titled 'Para Utshob' to revive the connectivity and amity in the Gulshan community with support of Heroes for All. Atiqul Islam said this type of community events creates scope for games and interpersonal connectivity for all the members and they can learn about many other things like traffic rules, mental health and other civic issues.

“I want one street car free once in a week so that people can take a walk under the open sky and come close to know each other. From that concept Para Uthshob is done and it will be held in every ward gradually,” he said.

Salman F Rahman said all the indicators of Dhaka city are in bad condition in international standard. The government can work to upgrade the indicators up to a certain level. The rest responsibility lies with the citizens. The most difficult problem of Dhaka city is waste collection and disposal, he observed. Earl Miller said this kind of block parties and street parties are common in New York.

In Bangladesh, sometimes a neighbour hardly knows another neighbour, he added. Local MP Nahid Ezaher called upon the guardians to come under the open sky along with their children by leaving the gadgets. Councilor Mofizur Rahman said this type of festivals should be organised at ward level.

Azizul Islam of Alif Group said this event will continue in the same road or the other in every week or every Friday. Green Delta Insurance managing director Farzanah Chowdhury said this kind of event is creative and innovative which creates scope for awareness about what is happening around and what people can do as a community.

It is very good for bonding among neighbours creating a sense of responsibility towards not only the family but also to a community, she added. The day's activities included competitions, traditional street games, open-mike sessions show-casing the talented neighbours, storytelling corners, fun street games for all, health & well-being info stalls, variety stalls, mini-workshops on arts and crafts, meet and greet space to create a joyful atmosphere.

Gulshan Society, MTB Bank, Green Delta Insurance, AKij Food & Beverage, Euro Vigil Pvt Ltd, Rahimafrooz, ABC Milk, Aqua Paint, Flowater, Alif Group, Chaldal, AamraWifi, K-sport, Top of Mind sponsored the programme. The organisers said urban living has pushed most people into a sense of isolation where neighbours are disconnected and often strangers to each other weakening one of the most important social institutions which are the neighborhood communities.

'Para Utshob' is going to be held with the aim to revitalise the relationship among the community members. Dr Rehnuma Karim, faculty of State University of New York, Founder of Heroes for All; Shayaan Sheraj, Convener of Traffic Management & Civic Utilities from Gulshan Society; and Tajrina Manna, Founder of Merill & Forbes and also one of Board of Directors of Heroes for All envisioned the programme with support from the DNCC mayor.

With a goal to grow and strengthen social bonding among neighbours, an off-beat festival called ‘Para Utsab’ was held in the capital on Friday. Residents of Gulshan thronged Road 62 to enjoy the festivity. Dhaka North City Corporation (DNCC) Mayor Atiqul Islam inaugurated the event with US Ambassador to Bangladesh Earl R Miller. Salman F Rahman, the Private Sector Industry and Investment Adviser to Prime Minister Sheikh Hasina, was also present. The daylong community festival was jointly arranged by DNCC, Gulshan Society and Heroes for All foundation in the city’s Gulshan 2 area. Mayor Atiqul said arranging such events will have a positive impact on the society.

“Such events enhance communication with each other. We can stand beside each other in distress and happiness through improved bonding,” he said during inauguration. The DNCC mayor also wished to introduce the festival to other wards of the city corporations.

“The event we organised here today should take place in other wards as well. I call on all councilors and social organisations to observe similar festivals in each ward … DNCC will provide assistance,” he said.

Heroes for All founder Dr Rehnuma Karim, Gulshan Traffic Management Committee Chief Shayan Siraj and Merrill and Forbes founder Tajrin Manna were also present at the event. The organisers said urban life has pushed people to a sort of isolation which is weakening the most important 'neighbouring community' socially. The festival has been arranged to counter that. The festival had the residents of Gulshan area partake in many traditional sports. Other features of the festival include, ‘open mic session’ among neighbours, storytelling corner, health and fitness stall, ‘meet and greet’ session and art and craft workshop.

With a goal to strengthen bonding among neighbours, a festival called “Para Utsab” was held in the capital’s Gulshan yesterday. Dhaka North City Corporation (DNCC) Mayor Atiqul Islam inaugurated the event on Road 62. The daylong community festival was jointly arranged by DNCC, Gulshan Society and Heroes for All foundation in Gulshan 2. Throughout the day, the area was abuzz with visitors, waking along the street and enjoying various activities.

Earl R Miller, US ambassador to Bangladesh, and Salman F Rahman, private industry and investment adviser to the prime minister, were also present on the occasion. Mayor Atiqul said such events will have a positive impact on society. “Events like this enhance communication and help us stand beside each other in times of distress and happiness through strengthening our bond,” he said.

The DNCC mayor also wished to introduce the festival to other wards. “I call on all councillors and social organisations to observe similar events in each ward… DNCC will assist you in this regard,” he said. During the event, residents took part in various activities such as traditional sports. Other features included an open mic session among neighbours, storytelling, health and fitness corner, arts and craft workshop and a meet-and-greet session.

There were also arrangements for puppet show, bioscope, and parrot fortune-telling, which children and adults alike enjoyed immensely. Heroes for All founder Dr Rehnuma Karim, Gulshan Traffic Management Committee chief Shayan Siraj and Merrill and Forbes founder Tajrin Manna also participated in the festival.

প্রতিবেশীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন, যোগাযোগ বৃদ্ধি, বন্ধন বাড়াতে ও প্রতিবেশী কমিউনিটিকে সুদৃঢ় করতেই প্রতিটি স্তরের নাগরিকদের নিয়ে পাড়া উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। একইসঙ্গে সমাজকে এগিয়ে নিতে সকল ভেদাভেদ ভুলে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক একটি নগর গড়ার মূল লক্ষেই এমন উৎসব করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার রাজধানীর গুলশান-২ নম্বরের ৬২ নম্বর রোডে এ উৎসবের আয়োজন করা হয়। সামাজিক সংগঠন হিরাজে ফর অল-এর উদ্যোগে গুলশান সোসাইটি এবং ডিএনসিসির সার্বিক সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী প্রতিবেশীদের মধ্যে আন্তঃব্যক্তি ও পারিবারিক, সামাজিক সম্পর্ক সুদৃঢ় করতে উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, সংসদ সদস্য নাহিদ এজহার খান, স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অনুষদ সদস্য ও হিরাজে ফর অল-এর প্রতিষ্ঠাতা ড. রেহনুমা করিম, গুলশান সোসাইটির ট্রাফিক ম্যানেজমেন্ট এ্যান্ড সিভিল সোসাইটির আহ্বায়ক শায়ান শেরাজ, মেরিল এ্যান্ড ফোর্বস’র প্রতিষ্ঠাতা ও হিরাজের ফর অল’র পর্ষদ সদস্য তাজরীন মান্না বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর, ডিএনসিসির উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং গুলশানের বিভিন্ন বয়সের এলাকাবাসী উপস্থিত ছিলেন। মেয়র আতিক বলেন, আমরা এমন একটি শহরই চাই, যেখানে কোন রকম ভেদাভেদ থাকবে না। সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক একটি নগর গড়াই আমার লক্ষ্য। সমাজে ধনী-গরিব, নারী-পুরুষ, ছেলে-মেয়ে, শিশু-বয়স্ক সবার অংশগ্রহণ থাকতে হবে। কেউ পাবে কেউ পাবে না, কারও সুযোগ থাকবে কারও থাকবে না সেটি হবে না। আমাদের শিশুরা খেলার সুযোগ পাচ্ছে না, তাদের বন্ধু হচ্ছে না, তারা কম্পিউটার আর বইয়ে ডুবে থাকে, এভাবে চলতে থাকলে তারা বিষণœতায় ভুগবে, সেটি আমরা মেনে নিতে পারি না। আরও আশঙ্কার বিষয় হলো খেলাধুলা ও সামাজিক মেলামেশার অভাবে আমাদের এই তরুণ প্রজন্মের মাদকাসক্ত ও নেশাগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা থাকে। আমরা অবশ্যই এটি চাই না। আর সেজন্যই আমাদের এই উদ্যোগ। ডিএনসিসি মেয়র বলেন, আমরা চাই এলাকাবাসী সবাই আজ সারাদিন এই উৎসব উপভোগ করবেন, পরিবার নিয়ে রাস্তায় আসবেন, নিজের প্রতিবেশীদের চিনবেন, সামাজিক সম্পর্ক দৃঢ় হবে, নিজ এলাকা ও প্রতিবেশীর জন্য নিজেদের মধ্যে দায়িত্বশীলতা বাড়বে। আর এতে করে সামাজিক অন্যায়, অবিচার, অস্থিরতা কমে আসবে। এভাবেই আমরা সবাই মিলে সবার ঢাকা গড় তুলতে চাই। তিনি বলেন, আমরা চাই বাবা-মা তাদের সন্তানদের নিয়ে, দাদা-দাদি, নানা-নানিরা তাদের নাতি নাতনিদের নিয়ে নেমে আসবে, সারাদিন গল্প, খেলা, আড্ডায় তারা মানসিকভাবে বিকশিত হবে, তাদের বন্ধুত্ব হবে, তারা একসঙ্গে মিলেমিশে একে অন্যের এবং এই এলাকার উন্নয়নে কাজ করবে। এরপর মেয়র মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসী নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তারা দেশীয় পিঠার স্টলে পিঠা উপভোগ করেন, ম্যাজিক শো দেখেন, বায়স্কোপ ও পুতুল নাচ উৎসব আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। এছাড়া বিভিন্ন খাবারের স্টল, স্বাস্থ্যসেবা স্টল, সিটি কর্পোরেশন স্টল, শো-পিস, পাটের তৈরি ব্যবহার্য্য পণ্যসহ আরও অনেক স্টল আয়োজনকে আকর্ষণীয় করে তুলেছে। অনুষ্ঠানে বড় উইশ বোর্ড, শিশুদের ছবি আঁকার জন্য ক্যানভাস ও রং তুলি, ক্যারামবোর্ড, দাবাসহ নামান খেলার সামগ্রী রাখা হয়। এ সময়ে বিভিন্ন বয়সের মানুষ সেগুলো নিয়ে আনন্দে মেতে উঠে। অনুষ্ঠানস্থলে মেয়র মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ক্যারাম ও দাবা খেলেন। পাশাপাশি বাংলার ঐতিহ্য বহনকারী গানের তালে তালে বায়স্কোপও দেখেন। পরে মেয়র আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে পুরো উৎসবস্থল ঘুরে দেখেন। পাড়া উৎসবের আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শহুরে জীবন মানুষকে এক ধরনের বিচ্ছিন্নতাবোধের দিকে ঠেলে দিয়েছে। যেখানে প্রতিবেশীদের নিজেদের মধ্যে কোন যোগাযোগ নেই, যেখানে একই এলাকার ভেতরে এক প্রতিবেশীর কাছে অপর প্রতিবেশীকে আগন্তুক বলে মনে হয়, যা সামাজিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী কমিউনিটিকে দুর্বল করে ফেলে। আমরা প্রতিবেশীরা এক ভবনে দীর্ঘদিন ধরে বসবাস করি, কিন্তু কেউ কাউকে সেভাবে চিনি না। পাশ দিয়ে হেঁটে গেলেও কথা হয় না। তাই সবার সঙ্গে পরিচিত হতে এবং সম্পর্ক সুদৃঢ় করতেই আয়োজন করা হয়েছে এমন উৎসব। এমন আয়োজনের প্রশংসা করে মেয়র আতিকুল ইসলাম বলেন,আমি সব সময় বলি, সবাইকে নিয়ে আমাদের সবার ঢাকা। আজ আমরা এখানে এসে দেখলাম দাদা-দাদি, নানা-নানি তাদের নাতি-নাতনিদের নিয়ে এ আয়োজনে এসেছেন। বড়রা পাশে বসে নিশ্চিন্তে হয়তো চা খাচ্ছেন, শিশুরা খেলছেন। এর থেকে আনন্দের দৃশ্য আর কি হতে পারে। এ ধরনের আয়োজনে একে অপরের সঙ্গে মেলবন্ধন বাড়ে, যোগাযোগ বাড়ে। বিপদে-আপদে সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়াতে পারি আমরা। এখানে বিভিন্ন রকমের একটিভিটি হচ্ছে যার মাধ্যমে নাগরিকদের সচেতন হওয়ার শিক্ষা দেয়ার চেষ্টা করছি আমরা। যেমন এখানে জেব্রা ক্রসিং আঁকা হয়েছে। শিশুরা এখান থেকেই জেব্রা ক্রসিংয়ের সঙ্গে পরিচিত হয়ে সচেতন হয়ে বেড়ে উঠবে। এমন আয়োজন ডিএনসিসির অন্যান্য ওয়ার্ডেও ছড়িয়ে দেয়ার পরিকল্পনার কথা জানিয়ে মেয়র আতিক বলেন, অনেকেই বলে পুরান ঢাকায় বিভিন্ন ধরনের ঐতিহ্য রয়েছে। সেখানে অনেক কিছু হয়। আজ আমাদের এখানে যে আয়োজন হলো এটি অন্যান্য ওয়ার্ডেও হওয়া উচিত। তিনি বলেন, আমি সব কাউন্সিলরদের এবং সামাজিক সংগঠনগুলোকে আহ্বান জানাচ্ছি প্রতিটি ওয়ার্ডে এমন আয়োজনে ডিএনসিসি সবধরনের সহায়তা করবে।

মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিমের এই অভিজ্ঞতা আগে কখনো হয়েছে? চোখ বেঁধে বলের ভেতরের বিশেষ শব্দ শুনে ক্রিকেট খেললেন তাঁরা। খেলার পর তাঁদের উপলব্ধি, কাজটা ভীষণ কঠিন! পরে এ দুজনের সঙ্গেই খেলে কঠিন কাজটাই অনায়াসে করে দেখাল দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা।

দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের খেলার দক্ষতা দেখে মুগ্ধ মাশরাফি-মুশফিক বলেছেন, এই শিশুরা প্রমাণ করেছে সুযোগ পেলে তারাও সবকিছু করতে পারে। দৃষ্টিসম্পন্ন মানুষের চেয়ে তাদের দক্ষতা কোনো অংশেই কম নয়। আজ শনিবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই দুই ক্রিকেটার উপস্থিত হয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের উৎসাহ দেন। শিশুদের কথা শোনেন, তাদের সঙ্গে সেলফি তোলেন। যুক্তরাষ্ট্রের ক্যাম্প অ্যাবিলিটি ইউএসএ এবং বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন হিরোজ ফর অল দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের এই সুযোগ করে দেয়।

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে কাছে পেয়ে শিশুরা ভীষণ আনন্দিত। প্রথম আলোকে তারা বলে, তাদের মতো শিশুদের ক্রিকেট খেলার আয়োজন তাও আবার দুই তারকার সঙ্গে খেলার যে স্মৃতি তা তারা কোনো দিন ভুলবে না। আয়োজকদের ধন্যবাদ দিয়ে দু-একজন শিশু জানিয়ে দিল, তারাও বড় হয়ে বড় ক্রিকেটার হবে।

হিরোজ ফর অলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. রেহনুমা করিম প্রথম আলোকে বলেন, ‘সবাই সন্তানদের গতানুগতিকভাবে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানাতে চায়। কিন্তু তাদের আসলে কোনটা স্বপ্ন তা তেমন জানা হয় না। স্বপ্ন পূরণ না করতে পেরে শিশু-কিশোরদের অনেকেই বিষণ্নতা, মাদকসহ বিভিন্ন দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নতুন করে স্বপ্ন দেখানোর চেষ্টা করছি। তাদের সামনে মেন্টর হাজির করছি।’
দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের কথা জানিয়ে স্টেট ইউনির্ভাসিটি অব নিউইয়র্কের সাবেক সহযোগী অধ্যাপক রেহনুমা করিম বলেন, ‘আমরা দেখাতে চেয়েছি এই শিশুরা কোনো অংশে কম নয়। তাদের মেধা আছে। প্রয়োজন শুধু পাশে থাকা। আর মাশরাফি বা মুশফিককে কাছে পেয়ে যাতে তাদের স্বপ্নটা চাঙা হয়, তার চেষ্টা করেছি।’

আজকের এ আয়োজনে অ্যাসিস্ট্যান্ট ফর ব্লাইন্ড (এবিসি) নামের প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাসে পড়া ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ছেলেমেয়ে অংশ নেয়। আর এই ৩০ জনকে সহায়তা করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন ৩০ জন তরুণ, যাঁরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই তরুণদের (কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন) দুদিন প্রশিক্ষণ নিতে হয়, প্রশিক্ষণের অংশ হিসেবে তাঁদেরও চোখ বেঁধে দেওয়া হয় যাতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থাটা অনুভব করতে পারেন।
দুই দিন কাউন্সিলরদের প্রশিক্ষণ এবং গতকাল শুক্রবার থেকে মূল আয়োজনে দৃষ্টিপ্রতিবন্ধী ২২ জন ও ৮ জন মেয়ে অংশ নেয়। আজ ছিল আয়োজনের শেষ দিন। দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন ক্যাম্প অ্যাবিলিটিজ ইউএসএর প্রতিষ্ঠাতা অধ্যাপক লরেন লিবারম্যান, যুক্তরাষ্ট্রের ইউনির্ভাসিটি অব সাউথ ক্যারোলিনার ফিজিক্যাল এডুকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক এ্যালি ব্রায়ান, একই বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল রিসার্চ স্টুডেন্ট মেগ্যান আরউইন, হিরোজ ফর অলের বোর্ড সদস্য মনিরা রহমান প্রমুখ।

প্রতিবন্ধিতা এবং অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন নিয়ে ১৭টি বইয়ের লেখক (বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য) লরেন লিবারম্যান সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সারাক্ষণই ব্যস্ত ছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের নিয়ে।
অনুষ্ঠানে জানানো হয়েছে, ১৯৯৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘এ লস অব সাইট, নেভার এ লস অব ভিশন’ স্লোগানকে সামনে রেখে লরেন লিবারম্যান ক্যাম্প অ্যাবিলিটিজ ইউএসএ পরিচালনা করছেন। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যসহ বিশ্বের প্রায় ১৫টি দেশে এ ধরনের ক্যাম্প পরিচালনা করেছেন। আর বাংলাদেশে হিরোজ ফর অল যাত্রা শুরু করেছে গত বছর। সমাজের পিছিয়ে পড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের সঙ্গে দৃষ্টিসম্পন্নদের খেলার এ আয়োজন এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো।

শহুরে জীবন মানুষকে এক ধরনের বিচ্ছিন্নতাবােধের দিকে ঠেলে দিয়েছে। যেখানে প্রতিবেশীদের নিজেদের মধ্যে কোনাে যােগাযােগ নেই, যেখানে একই এলাকার ভেতরে এক প্রতিবেশীর কাছে অপর প্রতিবেশীকে আগন্তুক বলে মনে হয়, যা সামাজিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘প্রতিবেশী কমিউনিটি’কে দুর্বল করে ফেলছে।

প্রতিবেশীদের মধ্যে এ সংযােগকে পুনরুজ্জীবিত করে তুলতেই রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হচ্ছে ‘পাড়া উৎসব’।অলাভজনক সংস্থা ‘হিরােজ ফর অল’- এর যৌথ অংশীদারিত্বে গুলশান সােসাইটি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করেছে। শুক্রবার গুলশান ২ নম্বরের ৬২ নম্বর রোডে এই পাড়া উৎসবের আয়োজন করা হয়েছে।

সমাজের ক্রমবর্ধমান অনাস্থা বিষয়ে উদ্বিগ্ন হয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সহায়তায় স্টেট ইউবি ভার্সিটি অব নিউইয়র্কের অনুষদ সদস্য ও হিরােজ ফর অলের প্রতিষ্ঠাতা ড. রেহনুমা করিম, গুলশান সােসাইটির ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিক সােসাইটির আহ্বায়ক শায়ান শেরাজ, মেরিল অ্যান্ড ফোর্বস’র প্রতিষ্ঠাতা ও হিরােজ ফর অলের পর্ষদ সদস্য তাজরীন মান্না এ আয়ােজনের অন্যতম আয়ােজক হিসেবে কাজ করেছেন।

নাহিদ হাসান নামে গুলশান সোসাইটির এক সদস্য বলেন, আমরা পাশাপাশি ভবনে দীর্ঘ দিন ধরে বসবাস করি, কিন্তু কেউ কাউকে সেভাবে চিনি না। পাশ দিয়ে হেঁটে গেলেও কথা হয় না। তাই সবার সঙ্গে পরিচিত হতে এবং সম্পর্ক সুদৃঢ় করতে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।

পাড়া উৎসব আয়ােজনে আছে নানা ধরনের প্রতিযােগিতা। ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা, প্রতিবেশীদের জন্য ওপেন-মাইক সেশন, স্টোরিটেলিং কর্নার, সুস্বাস্থ্য ও ভালাে থাকা নিয়ে তথ্য বিষয়ক স্টল এবং শিল্পকলা ও হস্তশিল্প নিয়ে মিনি-ওয়ার্কশপ। এছাড়া প্রতিবেশীদের সবাইকে নিয়ে আনন্দঘন মুহূর্তের আবহ তৈরিতে রয়েছে ‘মিট অ্যান্ড গ্রিট’।

এ উৎসব আয়ােজনে সহায়তা করেছে গুলশান সােসাইটি, এমটিবি ব্যাংক, গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, ইউরাে ভিজিল প্রাইভেট লিমিটেড, রহিম আফরােজ, এবিসি মিল্ক, অ্যাকুয়া পেইন্ট, ফ্লোওয়াটার, আলিফ গ্রুপ, চালডাল, আমরা ওয়াইফাই, কে-স্পাের্ট এবং টপ অব মাইন্ড।