গুলশানে চলছে ‘পাড়া উৎসব’
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানের একটি সড়কে অনুষ্ঠিত হচ্ছে ‘পাড়া উৎসব’ ২০২২। মেলার বিভিন্ন স্টলে রয়েছে পিঠা-পুলি, মিষ্টি, বায়োস্কোপসহ আবহমান বাংলার নানান ঐতিহ্যের নিদর্শন। আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে অলাভজনক সংগঠন ‘হিরোস ফর অল’ এর আয়োজনে এই উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধন করে বক্তারা বলেন, সুস্থ জীবন ও সমাজের জন্য ঐতিহ্যের কাছেই মানুষকে শিক্ষা নিতে হয়। সেজন্য এ ধরণের আয়োজন অনেক গুরুত্বপূর্ণ।
আয়োজকরা জানান, নগর ব্যস্ততায় মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য। সেই সাথে প্রযুক্তির ব্যবহারে আটকে থাকছে নতুন প্রজন্ম। তাদের জন্যই এই আয়োজন। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।