সম্পর্ক গড়তে গুলশানে পাড়া উৎসব
শহরে দেখা যায় প্রতিবেশীরা এক ভবনে দীর্ঘদিন ধরে বসবাস করেও কেউ কাউকে সেভাবে চেনে না। একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ নেই। তাই সবার সঙ্গে পরিচিত হতে এবং সম্পর্ক বাড়াতে গুলশানে পাড়া উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি ও স্বেচ্ছাসেবী সংগঠন হিরোস ফর অল। গতকাল শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর গুলশানের ৬০, ৬১ ও ৬২ নম্বর সড়কে এই পাড়া উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। উৎসবের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।